• facebook
  • twitter
Thursday, 27 March, 2025

পূর্ব ভারতের সেরা গবেষণা প্রতিষ্ঠান কলকাতার দু’টি হাসপাতাল

কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে পূর্ব ভারতের সেরা গবেষণা প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ।

কলকাতা মেডিক্যাল কলেজ। ফাইল চিত্র।

কলকাতার দু’টি সরকারি হাসপাতালের মুকুটে জুড়ল নতুন পালক। কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে পূর্ব ভারতের সেরা গবেষণা প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালের নাম। সোমবার এক্স হ্যান্ডলে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের দু’টি স্বাস্থ্য প্রতিষ্ঠানের এই সাফল্যের কথা বলতে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। হাসপাতালের গবেষণার কাজে জড়িত সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তিনি।

মমতা এক্স হ্যান্ডলে আরও লিখেছেন, ‘আমি সবসময় বিশ্বাস করি দেশের মধ্যে বাংলায় সেরা স্বাস্থ্য পরিকাঠামো রয়েছে, যা সকলের জন্য একটি মডেল। এই স্বীকৃতি রাজ্যের স্বাস্থ্য পরিষেবার প্রতি আমার বিশ্বাস পুনরুজ্জীবিত করেছে। জয় বাংলা।‘