মহিলা সাংবাদিককে হেনস্থার ঘটনায় গত ১৪ ডিসেম্বর তন্ময় ভট্টাচার্যের সাসপেনশন প্রত্যাহার করে নিয়েছিল সিপিএম। এই মামলায় তদন্ত করছিল দলের অভ্যন্তরীন তদন্ত কমিটি। সম্প্রতি এই কমিটি একটি রিপোর্ট পেশ করেছে। সেই রিপোর্টের ভিত্তিতে তন্ময়কে ৬ মাসের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলী।
তন্ময় জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য। তাই এক্ষেত্রে শুধুমাত্র রাজ্য সম্পাদক মণ্ডলী সিদ্ধান্ত নিলেই হবে না, এক্ষেত্রে প্রয়োজন কেন্দ্রীয় কমিটির অনুমোদন। সূত্রের খবর, আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর দলের রাজ্য কমিটির বৈঠকে এই প্রস্তাব পেশ করা হবে।
তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে তদন্ত করার পর দলের অভ্যন্তরীন কমিটি জানিয়েছিল, তাঁর বিরুদ্ধে কোনও অকাট্য প্রমাণ পাওয়া যায়নি। তবে কমিটি দাবি করেছে, তন্ময়ের এই ধরনের ‘প্রবণতা’ রয়েছে। এর জেরেই শাস্তি পেতে চলেছেন তিনি।
এ বিষয়ে তন্ময় বলেন, ‘নতুন করে সাসপেন্ড করার বিষয়টি জানি না। আমি শহরের বাইরে আছি। দল যদি মনে করে সাসপেন্ড করা উচিত, করবে। এ নিয়ে আমার কী–ই বা বলার থাকতে পারে। তবে সিপিএমে ছিলাম, সিপিএমেই থাকব।’