আমার সম্পত্তির হিসেবে কোনও বেনিয়ম প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব: ব্রাত্য

ব্রাত্য বসু (Photo:IANS)

এই রাজ্যের ১৯ নেতা-মন্ত্রীর সম্পত্তি কী কারণে ক্রমবর্ধমান, তা খতিয়ে দেখার জন্য সোমবার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে এই রায় দেওয়া হয়।

এক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে বিষয়টি খতিয়ে দেখার জন্য হাইকোর্টের তরফে বলা হয়েছে। আর এই নিয়েই এদিন প্রশ্ন তুলল রাজ্যের শাসক দল।


কারণ যে ১৯ জনের কথা বলা হয়েছে, তাঁরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত। এই তালিকায় নাম রয়েছে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।

এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আদালত সংক্রান্ত রায়ের পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘আদালতের রায় নিয়ে আমার কিছু বলার নেই। তবে আমি তিনবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছি।

প্রতিবারই হলফনামা দিয়েছি। যদি এর মধ্যে কোনও অস্বাভাবিক কিছু দেখা যায়, তাহলে কেউ প্রমাণ করতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব।