• facebook
  • twitter
Friday, 25 April, 2025

এসএসসি দপ্তরের সামনে অনশনে চাকরিহারারা

শুক্রবার এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন যোগ্য চাকরিহারারা। পাশাপাশি তাঁদের স্কুল পরিদর্শকের দপ্তরের সামনেও অবস্থানে বসার পরিকল্পনা রয়েছে।

যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের নামের তালিকা প্রকাশের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এসএসসি দপ্তরের সামনে অনশনে বসেছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। কসবায় ডিআই অফিসে চাকরিহারাদের লাঠিচার্জেরও প্রতিবাদ জানিয়েছেন অনশনকারীরা। বুধবার থেকেই এসএসসি দপ্তরের সামনে অবস্থানে বসেছিলেন কয়েকজন চাকরিহারা। তাঁদের মধ্যে চারজন বৃহস্পতিবার সকাল থেকে অনশনে বসার সিদ্ধান্ত নেন।

এই আন্দোলনকে শুধুমাত্র রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাইছেন না চাকরিহারারা। নিজেদের সমস্যার কথা গোটা দেশকে শোনাতে এ বার নয়াদিল্লির যন্তরমন্তরে অনশনে বসার পরিকল্পনা করছেন তাঁরা। ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’–এর আহ্বায়ক মেহবুব মণ্ডল জানিয়েছিলেন, এই কর্মসূচির জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়ে গিয়েছে। তবে কবে এই কর্মসূচি শুরু হবে তা এখনও স্পষ্ট নয়। এই কর্মসূচির জন্য রাজ্য থেকে কয়েকজনকে দিল্লিতে পাঠানো হবে। গোটা দেশের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন চাকরিহারারা।

বৃহস্পতিবার এসএসসি ভবনের সামনে প্রথম অনশন শুরু করেন সারডাঙ্গা হাইস্কুলের শিক্ষক পঙ্কজ রায়। সাংবাদিক বৈঠক করে চাকরিহারাদের তরফেই এই তথ্য জানানো হয়। নাগরিক সমাজকে এই আন্দোলনে পাশে থাকার আর্জি জানিয়েছেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। তাঁরা আরও জানিয়েছেন, যত দ্রুত সম্ভব যোগ্যদের তালিকা ও ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে। তা না হলে অনশন চলবে।

বুধবার রাতভর এসএসসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভে শামিল হয়েছিলেন চাকরিহারাদের একাংশ। তারপর তাঁদের মধ্যেই চারজন বৃহস্পতিবার সকাল থেকে অনশন শুরু করেন। এ দিন ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেছেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল এবং সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

‘এসএসসি ২০১৬ প্যানেলের বৈধ চাকরিহারা সমাজ’ মঞ্চের সদস্য সুমন বিশ্বাস জানিয়েছেন, কবে যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে সেই বিষয়ে চেয়ারম্যান স্পষ্টভাবে কিছু বলেননি। রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের চাকরি ফেরাতে চাইলে তালিকা প্রকাশ করতে বেশি সময় লাগার কথা নয়। কারণ অনলাইনে মিরর ইমেজ রয়েছে।

আজ, শুক্রবার এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন যোগ্য চাকরিহারারা। পাশাপাশি তাঁদের স্কুল পরিদর্শকের দপ্তরের সামনেও অবস্থানে বসার পরিকল্পনা রয়েছে। সেখান থেকে শিক্ষা দপ্তরে হওয়া বৈঠকে যোগদান করবেন তাঁরা। সেই বৈঠকে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।