মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ২০০ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মী করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এরফলে ব্যাহত হয়েছে চিকিৎসা পরিষেবা।
সাময়িক ভাবে মেদিনীপুর মেডিক্যাল কলেজও হাসপাতালের দুটি করোনা ওয়ার্ড রবিবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। কেবল মাত্র বিশেষ ওয়ার্ডে করোনা আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
যে ভাবে প্রতিদিন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীরা করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে পড়ছেন তাতে যে কোন সময় চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার আশংকা দেখা দিয়েছে।
যার ফলে হাসপাতালে চিকিৎসাধীন রুগীদের পরিবারের লোকেরা ও যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন। পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৫০৪ জন।
গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমিত হয়েছেন ২৯৩ জন। করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন মেদিনীপুর–খড়্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা খড়গপুর গ্রামীনের বিধায়ক দীনেন রায় ও তাঁর স্ত্রী। করোনা আক্রান্ত হয়ে আপাতত তাঁরা তাদের বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন।