• facebook
  • twitter
Friday, 25 April, 2025

কতজনকে ভাঙবেন বিজেপিকে কটাক্ষ দোলার

২০১১ সালে তৃণমূলের বিধায়ক সংখ্যা ছিল ১৮৭ জন, ২০১৬ সালে বেড়ে হয় ২১১। এবার সেই সংখ্যাটাই আড়াইশােয় পৌছাবে। আমরা দেখতে চাই কতজনকে ভাঙাতে পারে বিজেপি।

প্রতীকী ছবি (Photo: IANS)

২০১১ সালে তৃণমূলের বিধায়ক সংখ্যা ছিল ১৮৭ জন, ২০১৬ সালে বেড়ে হয় ২১১। এবার সেই সংখ্যাটাই আড়াইশােয় পৌছাবে। আমরা দেখতে চাই কতজনকে ভাঙাতে পারে বিজেপি। বিজেপির দল ভাঙানাের রাজনীতিকে এইভাবেই কটাক্ষ করলেন রাজ্য আইএনটিটিইউসি’র সভানেত্রী, সাংসদ দোলা সেন।

এদিন খড়গপুরের রূপনারায়ণপুরে এক সম্মেলনে বক্তব্য রাখছিলেন দোলা। তিনি বলেন, যারা দল ছাড়ছে তাদের কথা ভেবে কষ্ট হচ্ছে। তৃণমূল জয়ী হবে। ক্ষমতায় ফিরবেন মমতা ব্যানার্জি কিন্তু ওই লােকগুলাের কি হবে।

দোলা বলেন, সাধারণ মানুষের কষ্ট বােঝেন মমতা। তিনিও কষ্ট করেই বড় হয়েছেন। এদিন জেলা আইএনটিটিইউসি’র সভাপতি নির্মল ঘােষ সংগঠনের কর্মসূচি ঘােষণা করেন।

উপস্থিত ছিলেন দীনেন রায়, অজিত মাইতি, কিস্কু মান্ডি, তপন সেনগুপ্ত প্রমুখ রাজ্যে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নির্বাচন করতে নিয়ে আসা হবে প্রসঙ্গে দোলা বলেন, নির্বাচন এলে সিবিআই, ইডিকে কাজে লাগানাে হয়। মমতা ব্যানার্জি নিজের জোরেই জিতলে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এসে লাভ হবে না।