পিংলায় সিবিআই তদন্তের দাবি জানালেন হিরণ

নিজস্ব সংবাদদাতা, খড়গপুর, ২৬ মার্চ— পিংলা বিধানসভার অন্তর্ভুক্ত খড়গপুর ২নং ব্লকের বাড়বাসী গ্রামের বিজেপি কর্মী শান্তনু ঘোড়ইয়ের রহস্যজনক মৃতু্যর ঘটনার তদন্তে সিবিআই চাইলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়৷ শুক্রবার দুপুর থেকেই নিখোঁজ ছিল শান্তনু৷ শনিবার সকাল ন’টা নাগাদ বাড়ি থেকে পাঁচশ ফুট দূরে ধানী জমিতে আলের পাশে শান্তনুর রক্তাক্ত মৃতদেহ পড়েছিল৷ বিজেপির অভিযোগ, বিজেপি না ছাড়লে হাত-পা ভেঙ্গে দেওয়া হবে, এমনকি প্রাণনাশও হতে পারে বলে শান্তনুকে হুমকি দিত তৃণমূলের লোকেরা৷ শান্তনুর পরিবার এবং বিজেপি নেতৃত্ব সবাই বলছেন তৃণমূলই তাকে খুন করেছে৷

শনিবার রাত দশটা অব্দি খড়গপুর লোকাল থানার পুলিশ অভিযোগ নেয়নি৷ থানায় পেঁৗছান হিরণ৷ তিনি বলেন, অভিযোগ গ্রহণ করতে পুলিশ রাজি ছিল৷ কিন্ত্ত কালীঘাটের ফোন আসতেই তারা গিরগিটির মত রং পালটে বলে বয়ান না বদলালে অভিযোগ নেওয়া যাবে না৷ এরপরেই পুলিশের শীর্ষমহলে ফোন করেন হিরণ৷ পুলিশ মৃতের ভাই ও মামার বয়ান নথিভুক্ত করে অভিযোগ গ্রহণ করে৷ পাঁচজনের নামে অভিযোগ দায়ের করা হয়৷ তাদের নাম শিবু কুইল্যা, অসিত কুইল্যা, মিঠুন কুইল্যা, বিশ্বজিৎ কুইল্যা, মদন কুইল্যা৷

রবিবার সকালে বাড়বাসী গ্রামে গিয়ে মৃতের পরিবারের পাশে দাঁড়িয়ে হিরণ বলেন, আজ সকালেও পুলিশ এসে বয়ান বদলের জন্য পরিবারের উপর চাপ দিয়েছে৷ পুলিশ বলে, ছেলের স্ট্রোক হয়েছে বলে নতুন অভিযোগ দাও৷ আমি এইসব পুলিশ আধিকারিক খড়গপুর লোকাল থানার ওসি প্রণব পাত্র, সিআই অতীন্দ্র নাথ দত্ত এসপি-র বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে আদালতে যাব৷ হিরণ বলেন, আর কোনও মায়ের কোল খালি হতে দেব না৷ দেবের দুটো হাত বংলার মানুষের রক্তে ভিজে গিয়েছে৷ ২০১৯ সালে দেব সন্ত্রাস করে জিতেছে৷ এবারে সন্ত্রাস, রিগিং হতে দেব না৷ আমি দেখতে চাই দেব কত বড় গুণ্ডা৷
পিংলার বিধায়ক অজিত মাইতি বলেন, হিরণের মাথা খারাপ হয়ে গিয়েছে৷ ওর প্রচারে লোক হচ্ছে না৷ তাই বিভ্রান্তিমূলক বক্তব্য রাখছে৷