• facebook
  • twitter
Wednesday, 25 September, 2024

আজই বাংলায় ঢুকছে পদ্মার ইলিশ

ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন প্রথম ধাপে হাওড়া, পাতিপুকুর, শিয়ালদহ ও শিলিগুড়ির বাজারে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

আজই পশ্চিমবঙ্গে ঢুকছে পদ্মার ইলিশ। দীর্ঘ টালবাহানার পর বুধবার ইলিশ রপ্তানিতে ছাড়পত্র দিয়েছে অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়। আজই পেট্রাপোল সীমান্ত দিয়ে কলকাতা, হাওড়া সহ রাজ্যের চারটি বাজারে ইলিশ পৌঁছানোর কথা। শনিবার থেকে রাজ্যের খুচরো বাজার থেকে মৎস্যপ্রেমীরা কিনতে পারবেন পদ্মার ইলিশ। উল্লেখ্য, ভারতে ইলিশ পাঠানো নিয়ে বাংলাদেশের মহম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার ভারতে ইলিশ পাঠানো নিয়ে কঠোর মনোভাব দেখিয়েছিল। পরে অবশ্য তাঁরা নিজেদের অবস্থান পরিবর্তন করে। এখনও পর্যন্ত মোট ২৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার সন্ধ্যাতেই সেই ইলিশের প্রথম চালান কলকাতায় পৌঁছানোর কথা আছে। ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন প্রথম ধাপে হাওড়া, পাতিপুকুর, শিয়ালদহ ও শিলিগুড়ির বাজারে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।