৬ দিন বন্ধ হিলি স্থলবন্দর, বাংলাদেশে বাড়তে পারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম

৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দরে বন্ধ থাকবে আমদানি ও রপ্তানি। দুর্গাপুজোর জন্য এই ছয় দিন এই বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য বন্ধ রাখা হচ্ছে। ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন ৩ অক্টোবর বিজ্ঞপ্তি দিয়ে এই সংক্রান্ত বিষয় জানিয়েছে।

আগামী ১৫ অক্টোবর সকাল থেকে ফের দুই দেশের মধ্যে আমদানি ও রপ্তানি স্বাভাবিক হবে। বাংলাদেশের তরফে দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দ সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরদৌস রহমান এবং হিলি ইমিগ্রেশন পুলিশ ইনস্পেক্টর বদিউজ্জামান বিজ্ঞপ্তি প্রকাশের সত্যতা স্বীকার করে নিয়েছেন।

তবে ৬ দিন টানা আমদানি বন্ধ থাকলে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বাড়তে পারে আলু পেঁয়াজের দামও। সে দেশের ব্যবসায়ীদের কাছ থেকে জানা গিয়েছে, মজুদ করা পেঁয়াজ দিয়ে আগামী ৩-৪ দিন সরবরাহ স্বাভাবিক রাখা যাবে। বাংলাদেশের এক ব্যবসায়ীর মতে, ভারত থেকে আলু আমদানি করায় বাজারে দাম অনেকটা নিয়ন্ত্রণে এসেছিল। এক সপ্তাহ ভারত থেকে রপ্তানি বন্ধ থাকলে ফের দাম বাড়তে পারে।


প্রসঙ্গত, বাণিজ্য বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে অভিবাসন সংক্রান্ত কাজকর্ম স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে। অর্থাৎ পাসপোর্ট থাকলে দুই দেশের যাত্রীরা স্বাভাবিক পদ্ধতিতেই যাতায়াত করতে পারবেন।