দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশের পরই আগামী সোমবার কলকাতা হাইকোর্টে আরজি কর মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তে প্রশ্ন তুলেছিলেন নির্যাতিতার মা-বাবা। নতুন করে আবার সিবিআই তদন্ত চেয়ে আদালতে আবেদন করেন অভয়ার বাবা-মা। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। সেই আবেদনের শুনানি হবে সোমবার। আরজি কর মামলায় সিবিআই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন নির্যাতিতা তরুণীর মা-বাবা। সিবিআই-এর নেতৃত্বে এখনও পর্যন্ত যে তদন্ত হয়েছে, তার গতিপ্রকৃতি নিয়েও প্রশ্ন তুলেছিলেন তাঁরা। আরজি কর মামলায় আরও দ্রুত তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল অভয়ার পরিবার। কিন্তু মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় ওই সময়ে পরিবারের আর্জি শুনতে চায়নি কলকাতা হাইকোর্ট।
সম্প্রতি শীর্ষ আদালত জানিয়ে দেয়, পরিবার আবেদন জানালে তা শুনতে পারবে হাইকোর্ট। হাইকোর্টে ওই আর্জি শুনতে কোনও বাধা নেই বলে জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। নির্যাতিতার পরিবারের অভিযোগ, চার্জশিটে একজনের নামই উল্লেখ করা হয়েছে, আরও অনেকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাঁদেরও সংযুক্ত করা উচিত। কিন্তু প্রধান বিচারপতির পর্যবেক্ষণ ছিল, নতুন করে তদন্ত প্রক্রিয়া শুরু করা হলে, সঞ্জয় রায় সুবিধা পেয়ে যাবেন। অনেক রহস্যের উদ্ঘাটন হয়নি সিবিআই তদন্তে। তাই পরিবারের সদস্যেরা চাইছেন, আরও তদন্ত করে দেখুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই তদন্ত নিয়ে নানা প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সেই আবেদন করা হয়। তবে বিচারপতি ঘোষ জানিয়েছিলেন, ‘এই সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই শীর্ষ আদালতের অনুমতি ছাড়া তিনি এই মামলা শুনতে পারবেন না’। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার মা-বাবা।