• facebook
  • twitter
Monday, 31 March, 2025

যাদবপুর ক্যাম্পাসে নেতা-মন্ত্রী নিয়ে সভা নয়: হাইকোর্ট

সম্প্রতি ওয়েবকুপার সভাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। রাজ্যের শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা পর্যন্ত চালানো হয়।

কোনও রাজনৈতিক নেতা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেমিনার, মিটিং বা সভা করা যাবে না। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে হলফনামা চেয়েছে কলকাতা হাইকোর্ট।

এ দিন এই মামলার শুনানি পর্বে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম প্রশ্ন তুলেছেন, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক নয় জানার পরও কেন রাজনৈতিক নেতা সেখানে যাওয়ার আমন্ত্রণ গ্রহণ করলেন? এর প্রভাব পড়তে পারে জেনেও তিনি কেন বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন? পাশাপাশি বেসরকারি নিরাপত্তারক্ষীদের ভূমিকা নিয়েও কথা বলেছেন তিনি। এই রকম ঘটনায় রাজ্যের পুলিশের সাহায্য নেওয়া হয় না কেন সেই প্রশ্নও তুলেছেন বিচারপতি। তবে সবার আগে পড়ুয়া নন অর্থাৎ বহিরাগতদের বিশ্ববিদ্যালয় থেকে বের করতে হবে বলে মনে করেন তিনি।

সম্প্রতি ওয়েবকুপার সভাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। রাজ্যের শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা পর্যন্ত চালানো হয়। ওই ঘটনায় যাদবপুরে পুলিশ ক্যাম্প বসানোর আর্জি জানিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। বৃহস্পতিবার সেই মামলারই শুনানি ছিল। সেখানেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন।

এ দিন শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যাদবপুরে গুণ্ডা রাজ চলছে। একাধিক এফআইআর হয়। কিন্তু কিছুতেই বশ মানে না। যা নির্দেশ দেবেন মাথা পেতে নেব, শুধু শান্তি চাই।’ এরপরেই প্রধান বিচারপতি জানান, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফেরাতে প্রয়োজনে বিশেষ বাহিনী মোতায়েন করতে হবে। রাজনৈতিক রঙ বাদ দিয়ে এই বিশ্ববিদ্যালয় কেন তৈরি হয়েছিল সেই দিকে নজর দিতে হবে। ভাইস চ্যান্সেলর সহ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সদিচ্ছা থাকলে সব কিছুই সম্ভব বলে মনে করেন বিচারপতি। তিন সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।