বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে উঠে জেল হেফাজতে থাকা বিজেপি কর্মী মৌসম চট্টোপাধ্যায়ের রহস্য মৃত্যু সংক্রান্ত মামলা। বিনা চিকিৎসায় মেরে ফেলার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল বিজেপি এবং মৃতেরর পরিবার।এদিন ওই মামলায় এনআরএস হাসপাতালে মেডিক্যাল বোর্ড গঠন করে ময়নাতদন্তের নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। একই সঙ্গে এনএইচআরসির নিয়ম মেনে ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করতে বলেছে আদালত।
আগামী ২৪ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি দিন ময়নাতদন্তের রিপোর্ট আদালতে পেশ করতে হবে। উল্লেখ্য, মৌসমকে গত বছরের ফেব্রুয়ারি মাসে গ্রেফতার করে দক্ষিণেশ্বর থানা। পুলিশি হেফাজতের পর প্রথমে ব্যারাকপুর এবং পরে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে মৌসমকে রাখা হয়েছিল। মৌসমের মায়ের অভিযোগ, ‘সোমবারও ছেলের সঙ্গে দেখা করেছিলেন তিনি। তখন ছেলে জানায়, তাঁর চিকিৎসার কোনও ব্যবস্থা করছে না হাসপাতাল কর্তৃপক্ষ। এর ২৪ ঘণ্টার মধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষর তরফে মৌসমের বাড়িতে ফোন করে জানানো হয়, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে’।
পরিবারের অভিযোগ, ‘হাইকোর্ট আগেই চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিলেও ওরা কোনও ব্যবস্থা করেনি। তারই জেরে মৃত্যু হয়েছে’। এরপরই বিজেপি এবং নিহত কর্মীর পরিবারের তরফে ময়নাতদন্তের জন্য দেহ সংরক্ষণ করার আর্জি জানানো হয়। একই সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের আবেদন জানানো হয়েছিল। আদালত সেই আর্জি মঞ্জুর করেছে। জেল হেফাজতে বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ কলকাতা হাইকোর্টের। এই টিমের তত্ত্বাবধানে ফের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী ২৪ জানুয়ারি মামলার পরবর্তী শুনানিতে পেশ করতে হবে রিপোর্ট।