• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

শ্রাবণের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা মহানগরে

স্বাধীনতা দিবসে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ জেলাতে। তার মধ্যে আছে বীরভূম, হুগলি, পূর্ব-পশ্চিম বর্ধমান, নদিয়া জেলা

শ্রাবণ মাসের শেষের দিকেও মুষলধারে বৃষ্টির দেখা পাওয়া যায়নি দক্ষিণবঙ্গে। কয়েক দিন ধরে শুধু হালকা ও মাঝারি বৃষ্টি পেয়েছে দক্ষিণবঙ্গ। কিন্তু অন্য চিত্র উত্তরে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, অনুযায়ী কয়েকদিন অপেক্ষাকৃত শুকনো থাকার পর বৃষ্টি হতে পারে মহানগর ও জেলায় জেলায়। সঙ্গে রয়েছে ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। মঙ্গলবার দক্ষিণবঙ্গে তেমনভাবে বৃষ্টির প্রাবাল্য থাকবে না।

তবে ভারী বৃষ্টি হতে পারে বুধ ও বৃহস্পতিবার। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। সব জেলাতেই ওয়াইড স্প্রেইড রেনের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ও নদীয়ায়। বুধবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ছয় জেলাতে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে থাকবে হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায়। স্বাধীনতা দিবসে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ জেলাতে। তার মধ্যে আছে বীরভূম, হুগলি, পূর্ব-পশ্চিম বর্ধমান, নদিয়া জেলা। সপ্তাও শেষে অবশ্য শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। উত্তরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।