বিছানায় শুয়ে হাতে হাতেই স্বাস্থ্যসাথী কার্ড 

লাইনে দাড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছে সাধারণ মানুষ। (Photo: Twitter | @AITC)

বাড়িতে শুয়েই স্বপ্নের স্বাস্থ্যসাথী কার্ড পেলেন খড়গপুর ১ নং ব্লকের বড়কোলা অঞ্চলের নানকার গ্রামের বাসিন্দা কাজল ঘােষ। পড়ে গিয়ে পা ভেঙ্গে গিয়েছিল কাজলদেবীর।

খবর পেয়ে খড়গপুর ১ নং ব্লকের কর্মীরা হাজির হয়ে যান তার বাড়ি। নেওয়া হয় হাতের আঙুলের ছাপ। বিকেলের মধ্যেই বিছানায় শুয়ে থাকা অবস্থাতেই তার হাতে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেন ব্লকের জয়েন্ট বিডিও জয়সূর্য চক্রবর্তী।

এই কাজে সহযােগিতার হাত বাড়িয়ে দেন স্থানীয় বগাই গ্রামের পঞ্চায়েত তৃণমূলের সুমিত গিরি, বড়কোলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত দাস মহাপাত্র, কার্যকরী সভাপতি অনুপ ঘােষ সহ এলাকার বাসিন্দারা। 


কাজলদেবী বলেন, পা অপারেশন করার জন্য টাকার দরকার। টাকা যােগাড় করা নিয়ে চিন্তায় ছিলাম। স্থানীয় পঞ্চায়েত সদস্যের সঙ্গে যােগাযােগ করেছিলাম। আবেদন জানানাের ১২ ঘন্টার মধ্যে হাতে পেয়ে গেলাম স্বাস্থ্যসাথী কার্ড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ।