• facebook
  • twitter
Monday, 30 September, 2024

গােয়ালতােড় থানার নিমডাঙ্গা জঙ্গল থেকে কৃষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার 

গােয়ালতােড় থানার নিমডাঙ্গা জঙ্গলে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চলা ছড়ালাে সমগ্র এলাকায়। 

man suicide

শনিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের ৮ নম্বর অঞ্চত্রে অধীনে থাকা তথা গােয়ালতােড় থানার নিমডাঙ্গা জঙ্গলে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চলা ছড়ালাে সমগ্র এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম স্বপন দুলে, বয়স আনুমানিক ৫২ বছর, তার বাড়ি গােয়ালতােড় থানার নিমডাঙ্গা এলাকায়। ওই জঙ্গলে শুকনাে পাতা কুড়াতে গিয়ে এলাকার কয়েকজন জঙ্গলে ভিতরে গাছে ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তারা গ্রামে এসে গ্রামবাসীদের বিষয়টি জানায়। গ্রামবাসীরা ফোন করে বিষয়টি গােয়ালতােড় থানার পুলিশকে জানায়। 

খবর পেয়ে ঘটনাস্থলে যায় গােয়ালতােড় থানার পুলিশ। পুলিশ ওই জঙ্গল থেকে মৃতদেহটি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। 

কি কারণে ওই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ। তিনি পেশায় কৃষক ছিলেন বলে স্থানীয় বাসিন্দারা জানান। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে তার পরিবারে ও এলাকায় শােকের ছায়া নেমে আসে।