জেলার শিল্পীদের তৈরি মুখোশকে হাতিয়ার করে ভোট সচেতনতায় নির্বাচন আধিকারিক

মুখোশ হাতে আধিকারিকরা

বালুরঘাট , ১৮মার্চ- ভোটের প্রচারে দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী কুশমন্ডির মুখোশশিল্পকে ম্যাস্কট করল জেলা প্রশাসন । ফলে রেকর্ড শতাংশ নতুন ভোটার লিস্টে নাম তোলার কাজে অনেকটাই সুবিধা পেয়েছে জেলা প্রশাসন। ফলে রেকর্ড শতাংশ নতুন ভোটার বেড়েছে। এর জন্য এবারের নির্বাচনে মুখোশশিল্পকে নির্বাচনী ম্যাস্কট করা হয়েছে। সোমবার এইসব বিষয় তুলে ধরে সাংবাদিক বৈঠক করে জেলাশাসক। উপস্থিত ছিলেন মহকুমা শাসক, অতিরিক্ত জেলাশাসক সহ ওসি ইলেকশন প্রমুখ। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে নির্বাচন কমিশন সারা বছর কাজ করে। তবে সদ্য ১৮ বছর হওয়া যুবক-যুবতীদের ভোটার তালিকাভুক্ত করার ব্যাপারে সক্রিয়তা অনেকটাই বেশি। দক্ষিণ দিনাজপুরে ‘স্পেশাল সামারি রিভিশন অফ ইলেক্টোরাল রোল’ চালুর আগে নতুন ভোটার ছিল ১৭হাজার। ১ সেপ্টেম্বর ২০১৮ থেকে ১৪ জানুয়ারি ২০১৯ এই চারমাসে নতুন ভোটার বৃদ্ধি পেয়েছে বলে দাবি জেলা নির্বাচন দফতরের ।

জেলার রিটার্নিং অফিসার তথা জেলাশাসক দীপা প্রিয়া জানিয়েছেন , ‘ জেলায় মোট ভোটার ১২লাখ ৯ হাজার ৭৬৭ । এরমধ্যে ১৮ থেকে ১৯ বছর বয়সী ভোটারের সংখ্যা ৪০হাজার । মুখোশের মাধ্যমে প্রচারের ফলে নতুন ভোটার বৃদ্ধি পেয়েছে। মুখোশকে জেলার ভোটের ম্যাস্কট হিসেবে বেছে নেওয়ায় এই সাফল্য।