১১৬বি জাতীয় সড়কে পথ দুর্ঘটনার মৃত্যু হল হলদিয়া থানার এএসআই (অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর) রবীন্দ্রনাথ বারির। তাঁর বয়স ৪৪ বছর। তাঁর এক আত্মীয়েরও মৃত্যু হয়েছে। তাঁরা একটি গাড়ি করে যাচ্ছিলেন। দিঘাগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সেই গাড়ির। চণ্ডীপুর থানার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। কী কারণে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
এএসআই ছাড়াও মৃত্যু হয়েছে সোমনাথ প্রামাণিক (২২) নামে এক যুবকের। তিনি মেদিনীপুর মেডিক্যাল কলেজের হোমিয়োপ্যাথির তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। রবীন্দ্রনাথ বারি নামে ওই এএসআইয়ের বাড়ি তমলুক থানার পায়রাচালি এলাকায়। রবিবার নরঘাটে তাঁর শ্বশুরবাড়ির এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার সময় তাঁর সঙ্গে ছিলেন সোমনাথ। চণ্ডীপুর থেকে নরঘাটের দিকে ফেরার পথে মগরাজপুর রেল ওভারব্রিজ থেকে নামার সময়ে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে অনুমান পুলিশের। উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় গাড়িটির।
দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। সেই গাড়ির ভিতর আটকে পড়েন এএসআই রবীন্দ্রনাথ বারি এবং তাঁর আত্মীয় সোমনাথ প্রামাণিক। পুলিশ গিয়ে দেহদুটি উদ্ধার করে। দু’জনকে উদ্ধার করে প্রথমে তাম্রলিপ্ত জেলা সদর হাসপাতালে পাঠানো। সেখানে চিকিৎসকেরা রবীন্দ্রনাথকে মৃত বলে ঘোষণা করেন। সোমনাথকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সোমবার সকালে মৃত্যু হয় ওই যুবকের। এই দুর্ঘটনার জেরে বেশ কিছু সময় দিঘাগামী সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। কী কারণে দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখছে চণ্ডীপুর থানার পুলিশ।