কয়লা দুর্নীতি কাণ্ডে এডিজি (সিআইডি) জ্ঞানবন্ত সিংকে দিল্লিতে শুক্রবার তলব করেছিল ইডি। দুপুর ১২ টা নাগাদ তিনি ইডি দফতরে যান। রাত্রি ৯ টা পর্যন্ত তিনি ইডি দফতর থেকে ব্রে হননি বলে জানা যাচ্ছে। গত মার্চ মাসে জ্ঞানবন্ত সিংকে তলব করেছিল ইডি। সেই সময় তিনি এডিজি (আইনশৃঙ্খলা) ছিলেন।
ইডি কর্তারা বলছেন, ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে দেদার কয়লা পাচার হয়েছে। রাজনৈতিক নেতাদের একাংশের পাশাপাশি এই অনিয়মে প্রশাসনের একাংশ যুক্ত ছিল। না হলে এত সহজভাবে এতবড় দুর্নীতি ঘটত না।
ইডি যে সময়টার দিকে বিশেষ নজর দিচ্ছে, সেই সময় জ্ঞানবন্ত সিং ওই অঞ্চলের প্রশাসনিক দায়িত্বে ছিলেন। সেকারণে তাঁকে তলব করা হয়েছে।