• facebook
  • twitter
Monday, 28 April, 2025

গুরুংয়ের অনশন অব্যাহত

পাহাড়ের জিটিএ ভোট বাতিলের দাবিতে অনশন শুরু করেছেন গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রীমো বিমল গুরুং। জিটিএ ভোট ঘোষিত হয়েছে ২৬ জুন।

পাহাড়ের জিটিএ ভোট বাতিলের দাবিতে অনশন শুরু করেছেন গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রীমো বিমল গুরুং। জিটিএ ভোট ঘোষিত হয়েছে ২৬ জুন। শুক্রবার সেই অনশন তৃতীয় দিনে পড়েছে।

যদিও পরিস্থিতি নিয়ে মোর্চার কেন্দ্রীয় কমিটির বৈঠক হয় এদিন। বৈঠকের সঙ্গে সঙ্গে বিমল গুরুংকে অনশন প্রত্যাহার করার আবেদন করা হয়।

গুরুং অবশ্য অনশন প্রত্যাহার করতে রাজি হননি। মোর্চার কেন্দ্রীয় কমিটির নেতা লোপসাং তামাং এই বিষয়ে তার বক্তব্য জানিয়েছেন।