নির্বাচন কমিশনের নির্দেশিকা

নির্বাচন কমিশন (Photo: IANS TWITTER)

আসন্ন ৪ কর্পোরেশনে ভোট হচ্ছে আগামী ২২ জানুয়ারি। সোমবার মুখ্যসচিব ও রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক শেষে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, কোভিড নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন।

একনজরে দেখে নেওয়া যাক সেই নির্দেশিকাগুলি

১. আপাতত প্রতি পুরসভায় একজন করে নোডাল অফিসার নিয়োগ। পরে প্রতি জেলায়।


২. ভোটকর্মীদের টিকার দু’টি ডোজ বাধ্যতামূলক। প্রার্থী, নির্বাচনী এজেন্টদের একটি       ডোজ।

৩. রোড শো, মিছিল নিষিদ্ধ।

৪. সাইকেল , বাইক , গাড়ি করে মিছিলও বন্ধ ।

৫ .  বাড়ি বাড়ি প্রচারের ক্ষেত্রে নিরাপত্তা কর্মী ছাড়া প্রার্থীর সঙ্গে সর্বাধিক ৫ জনের অনুমতি।

৬. খোলা মাঠ, বড় খোলা জায়গায় সভার ক্ষেত্রে সর্বাধিক 9 . ৫০০ লোক। তবে সেখানে আলাদা ঢোকা ও বেরোনোর দরজা থাকতে হবে।

৭. অডিটোরিয়াম, সভাঘরে আসনের অর্ধেক লোক বা সর্বাধিক ২০০ জন লোক নিয়েসভা করা যেতে পারে।

৮. আগে কোনও রোড শো, সাইকেল, বাইক, গাড়ি করে মিছিল করার অনুমতি থাকলে, তা বাতিল।

৯. রাত ৮ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত কোনও জনসভা, পথসভা ও প্রচার নয়।

১০. ভোটগ্রহণের তিনদিন আগে অর্থাৎ ৭২ ঘণ্টা আগে থেকে প্রচার বন্ধ।

১১. ভোটগ্রহণের আগের দিন বুথগুলি স্যানিটাইজেশন বাধ্যতামূলক।

১২. বুথের মধ্যে সবার মাস্ক বাধ্যতামূলক।

১৩. মাস্ক না পরে এলে ভোটারদের মাস্ক বিতরণ করা হবে।

১৪.  সবার থার্মাল স্ক্যানিং ও হ্যান্ড স্যানিটাইজার করা হবে।

১৫. প্রত্যেক ভোটারকে গ্লাভস দেওয়া হবে।

১৬. ভোটের দিন একেবারে শেষ ঘণ্টায় অর্থাৎ বিকেল ৪ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট দিতে পারবেন কোভিড আক্রান্তরা।