‘বিধানসভা অধিবেশন স্থগিত করা হল।’ শনিবার টুইট করে এমনটাই জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সংবিধানের ১৭৪ নম্বর ধারা অনুযায়ী তাঁর এই ক্ষমতা প্রয়োগ এক্তিয়ার রয়েছেন বলে উল্লেখ করেছেন তিনি।
১২ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার থেকেই তাঁর এই সিদ্ধান্ত কার্যকর হবে। রাজ্যপালের এই সিদ্ধান্তকে বেনজির বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
রাজ্যপাল লিখেছেন, ‘সংবিধানের ১৭৪-এর ২ এ ধারা প্রয়োগ করে আমি জগদীপ ধনকড়, পশ্চিমবঙ্গের রাজ্যপাল বিধানসভার অধিবেশন স্থগিত করছি। ১২ ফেব্রুয়ারি ২০২২ থেকেই যা কার্যকর হচ্ছে।’
এ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ‘আমি পরিষদীয় মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। এই নিয়ে একটি বিভ্রান্তি ছিল।
কিন্তু, আমাদের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উনি স্বতঃপ্রণোদিতভাবে টুইট করে ভুল করে ফেলেছেন।
কিন্তু, এর মধ্যে রাজ্য-রাজ্যপাল কোনও সংঘাত নেই। ওঁর দোষ হচ্ছে বড্ড বেশি টুইট করে ফেলেন। উনি সবুজ মনের মানুষ। ওঁকে পরামর্শ দেব, গোপনে প্রেম করে ফেললে আবার টুইট করে দেবেন না।’