রাজনৈতিক হিংসায় প্রাণ গিয়েছিল এক তৃণমূল কর্মীর। জখম হয়েছিলেন তাঁর দাদাও। এর জেরে হতাহত দুই পরিবারের নিকট আত্মীয়দের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রতিশ্রুতি মতো নিয়োগপত্র হাতে পেলেন নিহতের পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রতিনিধি নির্বাচনের পর হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম-১ ব্লকের কালীচরণপুর গ্রাম-পঞ্চায়েতের ৭ নম্বর জালপাই গ্রাম। গত ৮ ডিসেম্বর রাতে বিষ্ণুপদকে খুনের অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। দাদা গুরুপদ মণ্ডলকে বাঁচাতে গিয়ে খুন হতে হয়েছিল তাঁকে।
রাজ্য সরকারের তরফে নিহত বিষ্ণুপদ মণ্ডলের স্ত্রী সুস্মিতা মণ্ডল ও জখম গুরুপদ মণ্ডলকে বিকল্প শক্তি ভবনের অ্যাটেনডেন্ট পদে নিয়োগ করা হয়েছে। বিডিও সৌমেন বণিক জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় নন্দীগ্রাম-১ ব্লক অফিসে চাকরিতে যোগদান করেছেন তাঁরা। মৃতের স্ত্রী বলেন, ‘মুখ্যমন্ত্রী কথা রেখেছেন। না হলে যে কী হত আমাদের জানি না।’ মৃতের দাদা গুরুপদ মণ্ডল বলেন, ‘ঘটনার পর থেকেই মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দলের নেতৃত্বরা আমাদের দুই পরিবারের খোঁজ নিয়েছিলেন। প্রতিনিধি দল পাঠিয়ে পাশে থাকার বার্তা দিয়েছিলেন। কর্মসংস্থানের আশ্বাস দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী কথা রেখেছেন। এর জন্য আমরা কৃতজ্ঞ।’