মঙ্গলবার রাজ্যের শাসকদল তৃণমূলের মিছিলে ‘বঙ্গাল কে গদ্দারাে কো, গােলি মারাে সালাে কো’ শােনা গিয়েছিল বলে অভিযােগ ওঠে।
এরপর বুধবার হুগলির চন্দননগরে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মিছিলে শােনা গেল ‘দেশ কে গদ্দারাে কো, গােলি মারাে সালাে কো’ স্লোগান।
বিজেপি নেতা শমীক ভট্টাচার্য গােলি মারাে প্রসঙ্গে বলেন, ‘কার মিছিল বড় কথা নয়, বিজেপির মিছিলে দলের পল হাতে নিয়ে যাঁরা এই অশালীন শব্দ ব্যবহার করেছেন, দল তা সমর্থন করে না। ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের শব্দ ব্যবহার না করেন, তার জন্য আমরা সচেষ্ট থাকব। এজন্য আমরা দুখিত।’
হুগলি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ যাদব বলেন, এই কথাবার্তা কুরুচির পরিচয় দেয়। আমরা এ সব কথা শুনতে অভ্যস্ত নই। কোনও রাজনৈতিক দলের থেকেই এই ধরনের কথা কাম্য নয়। আজ যারা এ কথা বলেছেন, তাঁরা তাঁদের নিজেদের রুচির পরিচয় দিচ্ছেন।