গড়বেতায় উদ্ধার সোনা ও রূপার গহনা, বেশ কয়েকটি মোবাইল, গ্রেফতার ১০

Boy hold cage with eye sad and hopeless

গোপন সূত্রে খবর হয়ে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার পুলিশ গড়বেতা এলাকায় থাকা বানজারা দলের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছে থাকা সোনা, রুপোর গহনা, বেশ কয়েকটি মোবাইল সহ চুরি করে নিয়ে আসা অন্যান্য সামগ্রী পুলিশ উদ্ধার করে।

সেই সঙ্গে চুরি করার অভিযোগে বানজারা দলের দশ জন সদস্যকে গড়বেতা থানার পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

বানজারা দলের সদস্যদের বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় চুরি করার অভিযোগ পুলিশের কাছে আছে। তাই বিষয়টি খতিয়ে দেখার জন্য পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।


বানজারা দলের সদস্যদের গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে চুরি করে নিয়ে আসা সোনা, রুপোর গহনা, বেশ কয়েকটি মোবাইল সহ অন্যান্য সামগ্রী পুলিশ উদ্ধার করে ১০ জনকে গ্রেফতার করে গড়বেতা থানার পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

তারা কোথা থেকে চুরি করে ওই সামগ্রীগুলি নিয়ে এসেছিল তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে। ওই ঘটনার বিষয়টি এলাকায় জানাজানি হলে বুধবার গড়বেতা থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।