মহিলাদের স্বনির্ভর করতে ছাগল বিলি

প্রতীকী ছবি।

পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক প্রাণী দপ্তরের পক্ষ থেকে সোমবার ১০টি স্বনির্ভর গোষ্ঠীর হাতে ১০ টি করে মোট ১০০টি ছাগল তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, ব্লক প্রাণী আধিকারিক ডাঃ ইন্দ্রনীল বেরা, প্রাণী কর্মাধ্যক্ষ সুনীল ধাড়া, পাড়াতল-১ পঞ্চায়েতের উপপ্রধান উত্তম হাজারী সহ অন্যান্যরা।

মেহমুদ খান বলেন, মোট ১০০টি ছাগল প্রদান করা হয়, যার মূল্য ৩ লক্ষ ৫৮ হাজার টাকা। এই দিন এই ছাগলগুলি দেবার সময় ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়। একই সঙ্গে আগামী দুদিন বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন ব্লকের পক্ষ থেকেই দিয়ে দেওয়া হবে। ১৫ দিন পর একটি ভ্যাকসিন নিজেদের দিয়ে নিতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রামের অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করার জন্য নানা প্রকল্প রূপায়ণ করেছেন। তারই মধ্যে পড়ে এগুলি। এই ছাগল প্রতিপালন করে গোষ্ঠীর মহিলারা অবশ্যই অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারবেন।