বাড়াবাড়ি করলে আরও শীতলকুচি: দিলীপ ঘােষ

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘােষ। (Photo: Facebook/@DilipGhosh)

একুশে বিধানসভা নির্বাচনে ইতিমধ্যেই চার দফার ভােটগ্রহণ হয়েগেছে। বাকি রয়েছে আরও চার দফার ভােটগ্রহণ। আগামী ১৭ এপ্রিল রাজ্যের পঞ্চম দফার ভােট রয়েছে। তার আগেই বরাহনগরে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে রবিবারসীয় সভায় শীতলকুচির ঘটনা নিয়ে কার্যত হুমকি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘােষ।

তিনি গত লােকসভার ভােট থেকেই বলে আসতেন’ এবারের ভােটে (বিধানসভা) দিদির পুলিশ থাকবেনা। থাকবে দাদার পুলিশ। রবিবার বঙ্গ বিজেপির বিতর্কিত মন্তব্য পেশে খ্যাত দিলীপ ঘােষ জানান, আগামী ভােটে বেশি বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচির ঘটনা হবে।

সকাল সকাল ভােট দিতে যাবেন। কেউ যদি বাধা দেয় কোন কথা শুনবেন না। আমরা সব দেখে নেব। মাথায় রাখবেন কেউ বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচির ঘটনা হবে।


এহেন হুমকিতে বিতর্কের ঝড় বইছে রাজ্য জুড়ে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘােষ এই মন্তব্যর (জায়গায় জায়গায় শীতলকুচির ঘটনা হবে) কড়া নিন্দা জানিয়েছেন। রাজনৈতিক কারবারিরা জানাচ্ছেন- ‘কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উচিত এহেন মন্তব্য পেশে কড়া ব্যবস্থা নেওয়া।