• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

বাড়ি বসেই জেনারেল ডায়েরি, নতুন  পরিষেবা চালুর পথে হুগলি গ্রামীণ পুলিশ

নিজস্ব প্রতিনিধি: এবার থেকে ডায়েরি করার জন্য থানায় ছোটাছুটি আর নয়৷ এবার থেকে বাড়ি বসেই করা যাবে জেনারেল ডায়েরি৷ আগামী ৭ জুলাই থেকে নতুন ব্যবস্থা চালু করছে হুগলি গ্রামীণ পুলিশ৷ পুলিশের তরফ থেকে বলা হয়েছে, বাড়ি বসে জেনারেল ডায়েরি করে নম্বর পেয়ে যাবেন অভিযোগকারীরা৷ শুধু তাই নয়, আধার কার্ড থেকে শুরু করে মোবাইল কিংবা চুরি,

নিজস্ব প্রতিনিধি: এবার থেকে ডায়েরি করার জন্য থানায় ছোটাছুটি আর নয়৷ এবার থেকে বাড়ি বসেই করা যাবে জেনারেল ডায়েরি৷ আগামী ৭ জুলাই থেকে নতুন ব্যবস্থা চালু করছে হুগলি গ্রামীণ পুলিশ৷ পুলিশের তরফ থেকে বলা হয়েছে, বাড়ি বসে জেনারেল ডায়েরি করে নম্বর পেয়ে যাবেন অভিযোগকারীরা৷ শুধু তাই নয়, আধার কার্ড থেকে শুরু করে মোবাইল কিংবা চুরি, ছিন্তায়ের মতো যে কোনও অভিযোগই জানানো যাবে অনলাইনে৷ জিডি করা যাবে, http://egd.hooghlyruralpd.in/-এ৷

উল্লেখ্য, অনেক সময় ডায়েরি না নেওয়ার মতো গুরুতর অভিযোগ ওঠে থানার বিরুদ্ধে৷ সেক্ষেত্রে এই নতুন ব্যবস্থা চালু হলে সাধারণ মানুষ খুব সহজেই অভিযোগ জানাতে পারবে বলে আশাবাদি পুলিশকর্তারা৷