• facebook
  • twitter
Monday, 13 January, 2025

নিরাপত্তা রক্ষায় বক্সো ও ম্যাক্সি

ডগ স্কোয়াডের সঙ্গে থাকছেন একজন ডিপ ডাইভার বিশেষজ্ঞও। স্নান করতে নেমে কেউ জলে ডুবে গেলে তাঁকে উদ্ধার করার জন্য উন্নত মানের সরঞ্জাম নিয়ে তৈরি আছেন এই ডিপ ডাইভার বিশেষজ্ঞ।

নিজস্ব চিত্র

গঙ্গাসাগরে নিরাপত্তা রক্ষায় যে দু’জনের নাম শোনা যাচ্ছে, তারা হল বক্সো ও ম্যাক্সি এরা দু’জনেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনির দুই প্রশিক্ষিত স্নিফার ডগ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দশ দিয়েছেন গঙ্গাসাগর মেলায় যেন নিরাপত্তার কোনও ত্রুটি না ঘটে। বিশেষত, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সেখানকার অশান্তি যেন গঙ্গাসাগরকে ছুঁতে না পারে। তাই শুধু রাজ্য প্রশাসনকেই নয়, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনিকেও এ ব্যাপারে নির্দেশ দিয়ে রেখেছেন।

প্রশাসন সূত্রে খবর, গঙ্গাসাগরে এবার প্রায় ১২ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি থাকবেন নেভি, কোস্ট গার্ড ও আইবি-র কর্মীরাও।

ডগ স্কোয়াডের সঙ্গে থাকছেন একজন ডিপ ডাইভার বিশেষজ্ঞও। স্নান করতে নেমে কেউ জলে ডুবে গেলে তাঁকে উদ্ধার করার জন্য উন্নত মানের সরঞ্জাম নিয়ে তৈরি আছেন এই ডিপ ডাইভার বিশেষজ্ঞ।