জামাইষষ্ঠী উপলক্ষে বিগত কয়েক বছর অর্ধ দিবস ছুটি পাচ্ছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। কিন্তু করােনা আবহে এবার সম্পূর্ণ দিন ছুটি ঘােষণা করল নবান্ন।
জামাইষষ্ঠী উপলক্ষে আজ বুধবার জরুরি পরিষেবা ছাড়া রাজ্যের সরকারি এবং আধা-সরকারি সব সংস্থা বন্ধ থাকবে। মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। করােনা পরিস্থিতিতে আবারও কড়া বিধিনিষেধ জারি হয়েছে। প্রায় প্রত্যেকেই গৃহবন্দি।
তবে হােটেল, রেস্তোরাঁ ইত্যাদি আজ থেকেই বেলা বারােটা থেকে রাত আটটা পর্যন্ত খুলে যাচ্ছে। এর মধ্যে পূর্ণ দিবস ছুটি পেয়ে সরকারি কর্মচারীদের দিনটা ভালােই কাটতে চলেছে। তবে বিধি নিষেধ চালু করলেও গণপরিবহণ যাতায়াতে এখনও ছাড় দেওয়া হয়নি।
ব্যক্তিগত গাড়ি চলাচলেও লাগবে প্রশাসনের অনুমতি। ফলে জামাইরা শ্বশুরবাড়ি গিয়ে শাশুড়ির হাতে তৈরি সুস্বাদু পদ আদৌ কব্জি ডুবিয়ে খেতে পারবেন কিনা তা নিয়েই রয়েছে বড় প্রশ্ন।