প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বন্ধ করার ইঙ্গিত দিয়েছে কেন্দ্র। কিন্তু মহামারীর প্রকোপ এখনও কাটেনি। আরও ছ’মাস বিনামূল্যে রেশন দেওয়ার আরজি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। চিঠিতে তাঁর আরজি, করোনায় বিধ্বস্ত গোটা দেশ। কয়েকটি এলাকায় তো ফের কোভিড সংক্রমণ মাথাচাড়া দিয়েছে।
এমন পরিস্থিতে নভেম্বরের পরও বিনামূল্যে রেশন দেওয়া হোক। আরও ছ’মাস প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা কার্যকর থাকুক। দেশের বহু মানুষ এতে উপকার পাবেন। প্রধানমন্ত্রীকে মানবিকভাবে বিষয়টি ভেবে দেখার অনুরোধ জানিয়েছেন সৌগত রায়।
শুক্রবার কেন্দ্রের খাদ্যসচিব সুধাংশু পাণ্ডে জানিয়েছেন, ৩০ নভেম্বরের পরও বিনামূল্যে রেশন প্রকল্প চালিয়ে যাওয়ার জন্য কেন্দ্রের কাছে কোনও প্রস্তাব নেই। অর্থনৈতিক পুনরুদ্ধার এবং কেন্দ্রের খোলা বাজারে বিক্রয় প্রকল্প নীতির জন্য খোলাবাজারে খাদ্যশস্য ভাল বিক্রির কারণে প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনায় আর বিনামূল্যে রেশন বিতরণের প্রস্তাব কেন্দ্রের কাছে আসেনি।
এদিন পাণ্ডে এক সাংবাদিক সম্মেলনে বলেন, দেশে অর্থনৈতিক পুনরুদ্ধার ভালভাবেই হচ্ছে। তাছাড়া আমাদের নীতিতে ওএমএসএস এবার খোলাবাজারে খাদ্যশস্য বিক্রিও ব্যতিক্রমীভাবে ভাল। সে কারণে প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনার মেয়াদ বাড়ানোর কোনও প্রস্তাব আমাদের কাছে নেই।