• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

ঘুসুড়িতে গুদামের ছাদ ভেঙে বিপত্তি, মৃত্যু ৪ শ্রমিকের

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হল চার শ্রমিকের

হাওড়ার ঘুসুরিতে ভেঙে পড়ল গুদামের ছাদ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হল চার শ্রমিকের। স্থানীয় সূত্রে খবর, রাতে শ্রমিকরা গুদামের মধ্যেই ঘুমোচ্ছিলেন। মৃত শ্রমিকদের নাম মুকেশ রাম, ভোলা যাদব, পিন্টু রাম এবং রাজু মাহাত। ঘটনাস্থানে জোরকদমে চলছে উদ্ধারের কাজ। ধ্বংসস্তূপের তলায় এখনও কয়েক জন আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার ভোরে ঘুসুড়ির জেএন মুখার্জি রোডে ছাঁট কাপড়ের গুদামের ভিতরে জোরে কোনও কিছু পড়ার শব্দ শুনতে পান এলাকাবাসী। ঘটনাস্থানে পৌঁছে গুদামের ছাদের একাংশ ভেঙে পড়েছে দেখতে পান স্থানীয়রা। দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে আসেন হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা। ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেন দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।

ধ্বংসস্তূপের মধ্য থেকে প্রথমে এক জন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাঠানো হয় হাওড়া জেলা হাসপাতালে। চিকিৎসকদের পক্ষ থেকে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পরে ধ্বংসস্তূপ থেকে আরও তিন শ্রমিককে উদ্ধার করা হয়। তাঁদের দেহে প্রাণের স্পন্দন পাওয়া যায়নি। কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে হাওড়া সিটি পুলিশ।