• facebook
  • twitter
Monday, 13 January, 2025

‘ফসিল্‌স’-এর প্রাক্তন সদস্যর ঝুলন্ত দেহ উদ্ধার

‘ফসিল্‌স’-এর প্রাক্তন সদস্য বেসিস্ট চন্দ্রমৌলি বিশ্বাসের ঝুলন্ত দেহ উদ্ধার। রবিবার দুপুরেই মধ্য কলকাতার ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ।

‘ফসিল্‌স’-এর প্রাক্তন সদস্য বেসিস্ট চন্দ্রমৌলি বিশ্বাসের ঝুলন্ত দেহ উদ্ধার। রবিবার দুপুরেই মধ্য কলকাতার ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ। বয়স হয়েছিল ৪৮ বছর। দীর্ঘদিন ‘ফসিল্‌স’-এর সঙ্গে যুক্ত ছিলেন চন্দ্রমৌলি। তবে সেখান থেকে বের হয়ে এসে গোলক এবং জম্বি কেজ কন্ট্রোল নামের দুই ব্যান্ডে বাজাতেন তিনি। আজ, সোমবার শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর।

শিল্পীর বন্ধু মহুল চক্রবর্তী বলেন, নতুন করে দল গড়া হল, সদ্য শেষ হয়েছে একটি মিউজিক ভিডিয়োর কাজ। তার মধ্যে এ রকম কাণ্ড ঘটে যাবে ভাবতেই পারিনি। যে অবস্থায় আজ ওঁকে দেখেছি, ভাবতেই পারছি না। ২০০০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ১৮ বছর ফসিলস্ ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন চন্দ্রমৌলী।

সূত্রের খবর, চন্দ্রমৌলি বিশ্বাস মানসিক অবসাদে ভুগছিলেন। কাজ না পাওয়ার হতাশা থেকেই এমন মর্মান্তিক পরিণতি। শিল্পী ঘনিষ্ঠ আর এক শিল্পীবলেন, ‘সকাল থেকেই ওকে ফোনে পাওয়া যাচ্ছিল না। তবে ও যে নিজেকে শেষ করে দেবে বুঝতে পারিনি।  অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা আত্মহত্যাই করেছেন চন্দ্রমৌলি।

রূপম ইসলাম বলেন, চন্দ্রমৌলি বিশ্বাসের সঙ্গে গত বছর পর্যন্ত যোগাযোগ ছিল। নানান দার্শনিক বিষয়ে কথা হত। কিছু কিছু গান নিয়ে ওঁর সঙ্গে বসার কথা ছিল। তবে ওঁর জীবন আলাদা করে চলছিল। আমার মনে হয় না সেই সব গান আমি আর কোনওদিনই প্রকাশ করতে পারব।