সোনারপুর দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক জীবন মুখোপাধ্যায় প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। মঙ্গলবার সকাল ৮টা ৫৭ মিনিটে বাইপাসের ধারে বেসরকারি এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তাঁর হৃদযন্ত্রে সমস্যাও দেখা দিয়েছিল। ২৮ ডিসেম্বর শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হন জীবনবাবু।
দলের প্রাক্তন বিধায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মমতা লিখেছেন, আমার সহযোদ্ধা, সোনারপুরের প্রাক্তন বিধায়ক জীবন মুখোপাধ্যায়ের অকাল প্রয়াণে আমি শোকাহত। মমতা আরও লিখেছেন, জীবন মুখোপাধ্যায় একজন খ্যাতনামা অধ্যাপক ছিলেন। বেশ কয়েকটি পাঠ্য বই লিখেছেন। এলাকায় সমাজকর্মী হিসেবেও জনপ্রিয় ছিলেন তিনি। তাঁর পরিবার-পরিজন, বন্ধুবান্ধব এবং অনুগামীদের সমবেদনা জানাচ্ছি।
অধ্যাপনার পাশাপাশি একাধিক বই লিখেছেন তিনি। তাঁর লেখা পাঠ্যবই পড়ুয়াদের মধ্যে এখনও বেশ জনপ্রিয়। ২০১১ সালে তৃণমূলের টিকিটে সোনারপুর দক্ষিণ থেকে বিধায়ক নির্বাচিত হন জীবন মুখোপাধ্যায়। ২০১৬ সালেও ওই আসন থেকে জয় পান বর্ষীয়ান এই তৃণমূল নেতা।
মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে তাঁর অত্যন্ত সুসম্পর্ক ছিল। তাঁর রাজনৈতিক জীবনের শুরু হয়েছিল ছাত্র রাজনীতির মধ্য দিয়ে। সোনারপুরে ব্লক কংগ্রেসের দায়িত্বও পালন করেছেন। অবশ্য ২০২১ সালে দল আর তাঁকে ভোটের টিকিট দেয়নি। তারপর থেকেই সক্রিয় রাজনীতি থেকে নিজেকে দূরে সরে গিয়েছিলেন জীবন মুখোপাধ্যায়। তবে মানুষের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল।