মুর্শিদাবাদে ডাক্তারি পড়ুয়ার গাড়ির ধাক্কায় প্রাক্তন শিক্ষকের মৃত্যু

প্রতীকী চিত্র

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ট্রেনি ডাক্তারের মৃত্যুর পর বিভিন্ন ইস্যুতে আন্দোলন চালাচ্ছেন জুনিয়র ডাক্তারদের একটি সংগঠন। কর্মবিরতি, আমরণ অনশনের পর আপাতত তারা গ্রামে গ্রামে আন্দোলনের বীজ বপন করতে চাইছেন। এরই মধ্যে এক ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠল। লাইসেন্স ছাড়াই চারচাকা গাড়ি চালাচ্ছিলেন ওই পড়ুয়া। আর সেই গাড়ির ধাক্কায় মৃত্যু হল প্রাথমিক স্কুলের এক প্রাক্তন শিক্ষকের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে মর্নিং ওয়াকে গিয়েছিলেন মঙ্গল সরকার। প্রাথমিক স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক তিনি। একটি ছোট চারচাকা গাড়ি নিয়ে কান্দি থেকে বহরমপুর যাচ্ছিলেন ওই ডাক্তারি পড়ুয়া। উদয়চাঁদপুর এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মঙ্গলবাবুকে ধাক্কা মারে বলে অভিযোগ উঠেছে। ওই ব্যক্তিতে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি চালাচ্ছিলেন আক্রম সরকার নামে এক যুবক। তিনি পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের চতুর্থ বর্ষের পড়ুয়া। চারচাকা গাড়িটি আটক করেছে পুলিশ। আক্রমকে আটক করে বহরমপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। আক্রম লাইসেন্স ছাড়াই চারচাকা গাড়িটি চালাচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তাও খতিয়ে দেখা হচ্ছে।