• facebook
  • twitter
Friday, 17 January, 2025

যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, আটক সিপিএমের প্রাক্তন পুরপ্রধানের ছেলে

মদ্যপ অবস্থায় মহিলার ছবি তুলে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। আটক সিপিএমের প্রাক্তন পুরপ্রধানের ছেলে। চাঞ্চল্যকর ঘটনাটি হুগলি জেলার কোন্নগর এলাকার।

মদ্যপ অবস্থায় মহিলার ছবি তুলে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। আটক সিপিএমের প্রাক্তন পুরপ্রধানের ছেলে। চাঞ্চল্যকর ঘটনাটি হুগলি জেলার কোন্নগর এলাকার। এই ঘটনার কথা সামনে আসতেই সিপিএমকে কটাক্ষ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম রানা ইন্দ্র। এলাকার সিপিএম নেতা সুদেব ইন্দ্রর ছোট ছেলে সে। কোন্নগর সুপার মার্কেটের কাছে তাঁর একটি ঝালমুড়ির দোকান রয়েছে রানার। বৃহস্পতিবার রাতে ইন্দ্র একটি মেয়ের ছবি তোলে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ করতেই রানা যুবতীর শ্লীলতাহানির করে বলেও অভিযোগ। এরপরই খবর দেওয়া হয় কোন্নগর ফাঁড়িতে। পুলিশ অভিযুক্তকে আটক করে।

অভিযোগকারী যুবতী অবশ্য রানা ইন্দ্রকে ভালোমতোই চেনেন। তিনি বলেন, রানাদার দোকাল থেকে মাঝেসাঝেই ঝালমুড়ি খাই। ও কেন আমার ছবি তুলল জানি না। আমার হাত ধরেও টানাটানি করে। আমি তখন চিৎকার করি। পুলিশে খবর দিলে ওকে ধরে নিয়ে যায়। এর আগেও রানা ইন্দ্রর বিরুদ্ধে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

মার্কেটের এক দোকানদার লক্ষীকান্ত অধিকারী বলেন, বাজারেই একটি ঝালমুড়ির দোকার রয়েছে রানার। আজ ও এক মহিলার অশ্লীল ছবি তুলেছে। এর আগেও ও এমন কাণ্ড ঘটিয়েছে। শ্লীতাহানির অভিযোগে পুলিশ ওকে থানায় নিয়ে গিয়েছে।

কোন্নগর পুরসভার বর্তমান পুরপ্রধান তৃণমূলের স্বপন দাস বলেন, মহিলাদের অসম্মান করাই সিপিএম দলের লোকেদের কাজ। এই সিপিএম দল রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই বলে চিৎকার করে। আবার এই সিপিএমের লোকরাই এসমস্ত নোংরা কাজ করে। এই রানা ইন্দ্রের বিরুদ্ধে আগেও মদ্যপ অবস্থায় এসব নোংরামি করার অভিযোগে আছে। এসব ছেলেদের কঠিন শাস্তি হওয়া দরকার। যদিও সিপিএম এই বিষয়ে মুখ খুলতে চায়নি।