• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

মমতার মন্তব্যে ধোঁয়াশা

তৃণমূলে ঘরওয়াপসি হলেও মমতার চোখে মুকুল রায় এখনও বিজেপিরই।নবান্নে এই তাৎপর্যপূর্ণ মন্তব্য করে জল্পনা বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (File Photo: IANS)

তৃণমূলে ঘরওয়াপসি হলেও মমতার চোখে মুকুল রায় এখনও বিজেপিরই। বৃহস্পতিবার নবান্নে এই তাৎপর্যপূর্ণ মন্তব্য করে জল্পনা বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে পিএসি’র চেয়ারম্যান পদে জটিলতা নিয়ে প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রীর জবাব, ভােটাভুটি হলে হবে। আমরা জিতব।

যে কেউ মনােনয়ন দিতে পারে। মুকুল রায় তাে বিজেপি পার্টির মেম্বার। ওকে তাে দার্জিলিং-এর বিনয় তামাংরা সমর্থন দিয়েছে। আমরাও সমর্থন দেব। দেখব, কার কত শক্তি আছে। ভােটাভুটি হলে হবে। আমরাই জিতব। তবে এটা গােটাটাই স্পিকারের ব্যাপার।