তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ফিরহাদের

ফাইল চিত্র

‘দলে নিশ্চিতভাবে অসৎ মানুষ আছে। তাদের থেকে সতর্ক থাকতে হবে।’ পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের ২৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম দলীয় কর্মীদের উদ্দেশে দিলেন এমনই নিদান। এদিন রাজ্যের শাসক দলের প্রতিষ্ঠা দিবসের বিশেষ অনুষ্ঠানে মানুষের সেবায় ল্যাপটপ, হুইলচেয়ার এবং শ্রবণযন্ত্র বিতরণ করা হয়। অন্যদিকে প্রতিষ্ঠা দিবসেই ভাঙড়ে দলের অন্দরে উত্তেজনার ঘটনাও সামনে আসে। সেই প্রসঙ্গ উঠতেই ফিরহাদ বলেন, ‘তৃণমূল কংগ্রেস ক্ষমতার দম্ভ নয়, এটি মানুষের সেবার জন্য এবং আত্মত্যাগের আদর্শ নিয়ে কাজ করে।’

অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘আমরা সর্ব ধর্মের সমন্বয়ে বিশ্বাস করি। আমার বক্তব্য থেকে একটি লাইন তুলে ধরে আমাকে সাম্প্রদায়িক বলে অপবাদ দেওয়া হয়। কিন্তু ববি হাকিম সাম্প্রদায়িক নয়। আমি হিন্দু ও মুসলিম সাম্প্রদায়িকতাকে ঘৃণা করি। মৃত্যুর পর আমার দেহ ভারতের মাটিতেই মিশবে। আমি কি ভারতীয় নই?’

ফিরহাদের সংযোজন, ‘দলে অসৎ মানুষ নিশ্চিতভাবে আছে। তাদের থেকে সতর্ক থাকতে হবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাজে লোকেদের এড়িয়ে চলুন এবং ভালো মানুষের পাশে থাকুন। আজ এমন অবস্থা যে, শিয়ালদা স্টেশনের উপর থেকে ঢিল মারলে যাকে লাগবে, সে-ই তৃণমূল। আমাদের সতর্ক হতে হবে।’


এদিন তিনি নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করে বলেন, ‘ময়ূরপঙ্খী কাককে কেউ বিশ্বাস করে না। যে আদর্শ নিয়ে জন্মেছ, সেই আদর্শ নিয়েই কাজ করো।’ দলের কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আজকের স্লোগান হওয়া উচিত, কমিউনালিজম হটাও, দেশ বাঁচাও। দেশের মুক্তির পথ মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই রয়েছে।’