রাজ্যে ফের বেআইনি অস্ত্র উদ্ধার করল পুলিশ। এবার নদিয়ার চাকদহের ঘটনা। উদ্ধার হয়েছে দুটি সেভেন এমএম পিস্তল, ৩ টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড কার্তুজ। এই অবৈধ অস্ত্র মজুতের অভিযোগে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম খালিল মণ্ডল ওরফে ‘ম্যাগনেট খলিল’। সে চাকদহ থানার দেওলি পঞ্চায়েত এলাকার নারকেলডাঙার বাসিন্দা বলে জানা গিয়েছে। খলিলকে গ্রেপ্তারের পর কল্যাণী মহকুমা আদালতে পেশ করে চাকদহ থানার পুলিশ। আদালত তাকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
জানা গিয়েছে, অভিযুক্ত খালিল মণ্ডল ওরফে ‘ম্যাগনেট খলিল’ বিভিন্ন সামাজিক অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এদিন তার কাছে বেআইনি অস্ত্র মজুতের খবর পেয়ে আচমকা হানা দেয় চাকদহ থানার পুলিশ। বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় তাকে। তার কাছে কীভাবে এবং কোথা থেকে এই বেআইনি অস্ত্র এলো তার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। কোনও নাশকতার পরিকল্পনা ছিল কিনা সে বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে শুক্রবার রাতে কলকাতা পুলিশের এসটিএফ অস্ত্র সহ তিন পাচারকারীকে আটক করে তদন্ত শুরু করেছে। পুলিশ গোপন সূত্রে খবর পায়, কলকাতার বড়বাজার এলাকায় একদল দুষ্কৃতী অপরাধমূলক কোনও কাজ করতে চলেছে। তারা নাকি উত্তর প্রদেশের বাসিন্দা। এরপরই বিষয়টি নিয়ে শুরু হয় অভিযান। বড় বাজারের একটি গুরুদ্বারের কাছে উত্তর প্রদেশের নম্বর প্লেট লাগানো একটি গাড়িকে ধাওয়া করে। গাড়িটি আটক করে অভিযুক্তদের কাছ থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়, যার মধ্যে একটি ৯ এমএম ও একটি ৭ এমএম পিস্তল পাওয়া যায়। সেই ঘটনার পর পরই নদিয়ার চাকদহ থেকে ফের অস্ত্র উদ্ধারের ঘটনায় ভাবিয়ে তুলেছে রাজ্য প্রশাসনকে। দুটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।