আজ, বুধবার ভোরের দিকে মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজে একটি চলন্ত গাড়িতে আগুন লাগে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন সিআইএসএফ জওয়ানরা। তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
জানা গিয়েছে, গাড়িটি মালদহ থেকে জঙ্গিপুরের দিকে যাচ্ছিল। সেটি ফারাক্কা ব্যারেজের ১০৮ নম্বর লকগেটের কাছে আসতেই আচমকা আগুন লেগে যায়। জওয়ানরা বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায় নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
প্রসঙ্গত ফারাক্কা ব্যারেজ এলাকায় গত দুই দিনে এই নিয়ে দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে ফারাক্কা অঞ্চলের আলিনগরে অন্য একটি গাড়ি উলটে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় জাতীয় সড়কের ধারে দাঁড়িয়েছিল একটি কেমিক্যাল সামগ্রী পরিবহনকারী লরি। সেই সময় একটি পেঁয়াজ বোঝাই গাড়ি এসে ওই লরিটিকে ধাক্কা মারতেই গাড়িটি উল্টে গিয়ে পাশের নয়ানজুলিতে পড়ে এবং আগুন ধরে যায়।