• facebook
  • twitter
Friday, 18 April, 2025

দমদমে দমকল কেন্দ্রের চলল গুলি, প্রাণে বাঁচলেন দমকলকর্মী

স্নেহাশীষ বাবু আজ সকাল আটটা নাগাদ দমদম দমকল কেন্দ্রে প্রবেশ করার সময় এক যুবকের ডাকে তার সামনে এগিয়ে যেতেই তাকে লক্ষ্য করে ওই যুবক গুলি চালায়।

Gun point. (File Photo: IANS)

মঙ্গলবার সকাল আটটা নাগাদ দমদম দমকলের সামনে এক দুষ্কৃতী গুলি চালাল স্নেহাশিস রায় নামের এক দমকল কর্মীর ওপর।

সূত্র মারফত জানা যাচ্ছে স্নেহাশীষ বাবু আজ সকাল আটটা নাগাদ দমদম দমকল কেন্দ্রে প্রবেশ করার সময় এক যুবকের ডাকে তার সামনে এগিয়ে যেতেই তাকে লক্ষ্য করে ওই যুবক গুলি চালায়।

কিন্তু ভাগ্যক্রমে তিনি রক্ষা পান। গুলি চালানোর পর ওই এলাকা থেকে চম্পট দেয় সেই দুষ্কৃতী।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার করেছে। সকাল-সকাল এমন ঘটনার জেরে দমদম এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে।