• facebook
  • twitter
Tuesday, 25 March, 2025

লন্ডনের হিথরো বিমানবন্দরে আগুন মুখ্যমন্ত্রীর সফর পিছিয়ে আজ

লন্ডনের হিথরো বিমানবন্দর বন্ধ থাকার জেরে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিটেনযাত্রার সময়সূচি পিছিয়ে গেল।

প্রতিনিধিত্বমূলক চিত্র

অগ্নিকাণ্ডের জেরে শুক্রবার সারাদিনের জন্য বন্ধ করে দেওয়া হয় লন্ডনের হিথরো বিমানবন্দর। জানা গিয়েছে, শুক্রবার সকালে বিমানবন্দরের একটি ইলেকট্রিকাল সাব-স্টেশনে আগুন লেগে যায়। ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। বিদ্যুৎ বিভ্রাটের জেরে অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্রুত বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। লন্ডনের ব্যস্ততম এই বিমানবন্দর বন্ধের ঘোষণায় সমস্যায় পড়ে যান যাত্রীরা। অগ্নিকাণ্ডের জেরে সেই সময় হিথরো বিমানবন্দরে থাকা যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে সারাদিনের জন্য বিমানবন্দরের উড়ান পরিষেবা বন্ধ রাখা হয়।

এদিকে আজ ৭ দিনের সফরে ব্রিটেন সফরে যাওয়ার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঘটনাচক্রে হিথরো বিমানবন্দরেই বিমান অবতরণের কথা মমতার। কিন্তু বিমানবন্দরে বিপত্তির জেরে হিথরোয় সমস্ত উড়ান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া।

লন্ডনের হিথরো বিমানবন্দর বন্ধ থাকার জেরে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিটেনযাত্রার সময়সূচি পিছিয়ে গেল। সূচি অনুযায়ী, শনিবার সকালের বিমানে কলকাতা থেকে দুবাই রওনা হওয়ার কথা ছিল তাঁর। সেখান থেকে লন্ডনের উদ্দেশে যাওয়ার কথা। তবে শুক্রবার রাতে সরকারি সূত্রে জানা যায়, যে সংস্থার বিমানে তিনি যাবেন, শেষ পর্যন্ত তারা নিশ্চিত করলে তবেই শনিবার রাতের বিমানে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিতে পারেন মুখ্যমন্ত্রী। তবে মমতা যে বিমানে যাবেন, তা হিথরো বিমানবন্দরে না-ও নামতে পারে। হিথরোর বদলে সেই বিমান গিয়ে নামতে পারে গ্যাটউইক বিমানবন্দরে।

মধ্য এবং দক্ষিণ লন্ডনের বড় এলাকা জুড়ে স্কটিশ অ্যান্ড সাদার্ন ইলেকট্রিসিটি নেটওয়ার্কের মাধ্যমের বিদ্যুৎ সরবরাহ করা হয়। লন্ডনের দমকল সূত্রে খবর, শুক্রবার ভোরে ওই সংস্থার একটি সাব স্টেশনে আগুন ধরে যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে ১০টি ইঞ্জিনের ৭০ জন দমকলকর্মী আগুন নেভানোর কাজ শুরু করেন। কমপক্ষে ১৫০ জনকে আগুনের গ্রাস থেকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।

বিমানবন্দরের মাইক্রোফোনে ঘোষণা করা হয়, ‘বড়সড় বিদ্যুৎ বিভ্রাটের কারণে সমস্যায় পড়েছে হিথরো বিমানবন্দর। যাত্রী এবং বিমানবন্দরে কর্মরতদের রক্ষা করতে ২১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই বিমানবন্দর বন্ধ করা হচ্ছে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, আপনারা কেউ বিমানবন্দরে আসবেন না। উড়ানের পরবর্তী সময় জানতে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করুন। অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’

বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন লাগার ফলে অন্ধকারে ডুবে যায় লন্ডনের বিস্তীর্ণ এলাকা। অন্তত ৫ হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিপর্যস্ত পরিস্থিতি দাঁড়ায় হিথরো বিমানবন্দরের। বিদ্যুৎ না থাকায় বিমানবন্দরের স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ে। বাতিল হয় কমপক্ষে ১৩৫১টি উড়ান। একাধিক বিমান ঘুরিয়ে দেওয়া হয়। ভারত থেকে লন্ডনগামী সমস্ত বিমান শুক্রবার বাতিল করে দেয় এয়ার ইন্ডিয়াও। বিমানবন্দরটি বন্ধ হওয়ার সময় ১২০টি বিমান হিথরো বিমানবন্দরের দিকে যাচ্ছিল। বিমান সংস্থাগুলি ব্রিটেন, ফ্রান্স, আয়ারল্যান্ড এবং কানাডার বিমানবন্দরগুলিতে এই বিমানগুলি ঘুরিয়ে দিতে শুরু করে।
উল্লেখ্য, পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম হিথরো। প্রশ্ন উঠেছে, এত বড় বিমানবন্দরের বিদ্যুৎ পরিষেবা কী করে একটা অগ্নিকাণ্ডের জেরে বন্ধ হয়ে যেতে পারে ? অন্যদিকে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে।

এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষের শুক্রবার সারাদিন যাত্রী পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন যাত্রীদের একাংশ। অনেকের প্রশ্ন, বিদ্যুৎ বিপর্যয়ের কারণে একটি ব্যস্ত বিমানবন্দরকে সারা দিনের জন্য বন্ধ করে দিতে হল কেন ? প্রশ্ন ওঠে হিথরোর মতো বিমানবন্দরে কেন জেনারেটর বা বিকল্প কোনও ব্যবস্থা নেই ? বিদ্যুৎ বিভ্রাটের জেরে ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যেও। প্রায় পাঁচ হাজার পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

হিথরো হল ব্রিটেনের বৃহত্তম বিমানবন্দর, যেখানে ২টি রানওয়ে এবং ৪টি টার্মিনাল রয়েছে। এই বিমানবন্দর ৯০টি দেশের ২৩০টিরও বেশি গন্তব্যে পৌঁছনোর পরিষেবা দিয়ে থাকে। হিথরো প্রতিদিন গড়ে প্রায় ১৩০০টি উড়ান পরিচালনা করে। বিমান চলাচল সংক্রান্ত তথ্য সংস্থা সিরিয়ামের মতে, বন্ধের ফলে প্রায় ২ লাখ ৯০ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান।

News Hub