আরজি কর হাসপাতালে মধ্যরাতে সংঘর্ষ, উত্তেজনা

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ফাইল চিত্র

গত আগস্টে রাজ্যে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলায় শিরোনামে এসেছিল আরজি কর মেডিক্যাল কলেজ। সেই ঘটনার তিন মাসের মধ্যে ফের ডোমেদের বচসাকে কেন্দ্র করে হাতাহাতি এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় নাম জড়ালো আরজি কর হাসপাতালের।

অভিযোগ, বৃহস্পতিবার রাতে হাসপাতালের মর্গে কয়েক জন ডোমের মধ্যে তীব্র বচসা থেকে হাতাহাতি হয়। এর জেরে হাসপাতালের কম্পিউটার-সহ একাধিক সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে মর্গে উপস্থিত ডোমেদের সঙ্গে এক নবাগত ডোমের বিতর্ক শুরু হয়। অভিযোগ, ওই ব্যক্তি নিজেকে ‘আন্তর্জাতিক ডোম’ বলে দাবি করেন এবং মর্গে কাজ করার অনুমতি চান। এতে আপত্তি জানান মর্গে কর্মরত অন্যান্য ডোমেরা। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। ডোমেদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয় বলে খবর। অভিযোগ, হাতাহাতি চলাকালীন ভাঙচুর করা হয় মর্গের কম্পিউটার এবং হাসপাতালের অন্যান্য সরঞ্জাম ।


প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই ডোমেরা সংঘর্ষের সময় মত্ত অবস্থায় ছিলেন। এই ঘটনায় হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইতমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষ টালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলে খবর। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করেছে। যদিও সেই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে খবর পুলিশ সূত্রে।