রাখী বন্ধন উৎসব উপলক্ষে এবার সমাজের পিছিয়ে পড়া এবং পথ শিশুদের দুপুরের আহারের ব্যবস্থা করলেন বর্ধমান মহিলা থানার পুলিশ আধিকারিকরা। বর্ধমান মহিলা থানার আইসি কবিতা দাস ও ওই থানার আরও ১০ জন মহিলা পুলিশ উপস্থিত হন পিছিয়ে পড়া শিশুদের পাঠশালা ‘মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটিতে’। সেখানে সকলের উদ্যোগে পিছিয়ে পড়া শিশুদের ও পথ শিশুদের দুপুরে খাবারের আয়োজন করা হয়। সারা দেশে যখন শুধুমাত্র রাখীবন্ধনে রাখী পরানো হচ্ছে, তখন বর্ধমান মহিলা থানা এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে এই সব শিশুদের দুপুরে মাংস, ভাত, তরকারি, চাটনি মিষ্টি পরিবেশন করেন। শিশুদের কাছে টেনে নিয়ে রাখীও পরালেন তাঁরা। প্রায় শতাধিক শিশুর পাশাপাশি বর্ধমান স্টেশনের পাশের দুঃস্থ মানুষদেরও খাবার তুলে দেন। আজ এখানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সেখ পিন্টু, সম্পাদক কৌশিক রায়, পাঠশালার প্রধান শিক্ষক তাপস কুমার পাল সহ অন্যান্য শিক্ষিকাগণ ও সংস্থার সকল সদস্যবৃন্দ।