নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার মুরারী চক গ্রামে শনিবার ঘটনাটি ঘটে। মুরারী চক গ্রামের বাসিন্দা চন্দন মন্ডল তার পাঁচ মাসের শিশু কন্যাকে আছাড় মেরে খুন করেছে বলে অভিযোগ । স্থানীয় সূত্রে জানা যায় যে চন্দন মন্ডলের স্ত্রী শ্রাবণী মন্ডল যখন মুড়ি খাচ্ছিল তখন তার শাশুড়ি আল্পনা মন্ডল তাকে মারার জন্য যায়। শাশুড়ির হাত থেকে বাঁচতে ওই গৃহবধূ বাড়ি থেকে ছুটে পালায় । সেই সময় তার পাঁচ মাসের শিশু কন্যার ঘুম ভেঙে যায়,যার ফলে শিশু কন্যাটি কাঁদতে থাকে।তখন তার বাবা তাকে আছাড় মারে বলে অভিযোগ। ওই শিশু কন্যাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করলে ডাক্তার বাবুরা তাকে দেখার পর শনিবার রাতে মৃত বলে ঘোষণা করে।
রবিবার ওই শিশু কন্যাকে খুন করার অভিযোগে তার বাবা ও ঠাকুমার বিরুদ্ধে সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করে শিশু কন্যার মা। সবং থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত চন্দন মন্ডল ও তার মা শ্রাবণী মন্ডল কে গ্রেফতার করে রবিবার মেদিনীপুর আদালতে তুলে।মেদিনীপুর আদালতের ভারপ্রাপ্ত বিচারক শিশু কন্যাকে খুনের অভিযোগে ধৃত তার বাবা চন্দন মন্ডল ও তার মা আল্পনা মন্ডল কে পাঁচ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। সবং থানার পুলিশ ধৃত দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে ওই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই এলাকার বাসিন্দারা ধৃত দুজনকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।