ফণী আসছে,দুর্যোগের পূর্বাভাস

ঘূর্ণিঝড় ফণী-র (Photo: Twitter/@pibvijayawad)

একরকম রাজ্যে ভােটের গতিপ্রকৃতি মেনেই এগােচ্ছে প্রকৃতি।চতুর্থ দফার ভােটপর্ব থেকেই শক্তিসঞ্চয় করছিল বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণী।ভােটপর্ব মিটে যাওয়া রাজ্য অন্ধ্রপ্রদেশ,তামিলনাড়ুকে ছেড়ে ফণী মঙ্গলবার শেষ রাত পর্যন্ত শক্তি বাড়াচ্ছিল ওড়িশা উপকূলে বসে বসে।

পশ্চিমবঙ্গেও চতুর্থ পর্বের ভােটের সময় প্রকৃতির তাপপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রাজনৈতিক উত্তাপ।ইতিমধ্যেই ওড়িশায় মিটে গিয়েছে ভােটপর্ব।কিন্তু পশ্চিমবঙ্গ পঞ্চম পর্বের ভােটের জন্য রীতিমতাে উত্তপ্ত।সেই বুঝে ঘূর্ণিঝড় ‘ফণী’ দিয়েছি এগােচ্ছে রাজ্যের দিকে।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে পারাদ্বীপ থেকে একেবেকে  বাংলার দিকে ঢুকছে ফণী।তার প্রভাবে আজ বুধবার থেকে সমুদ্র নির্দেশ উপকূলবর্তী অঞ্চলে দীঘা,মন্দারমণি,বকখালি অঞ্চলে সমুদ্র উত্তাল হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।এছাড়া পুরুলিয়া,বাঁকুড়া,দুই চব্বিশ পরগণা,দুই মেদিনীপুর,নদীয়া,বর্ধমান,বীরভূম,মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।এরমধ্যে নদীয়া,বর্ধমান,বীরভূম,মুর্শিদাবাদের ভােট পর্ব মিটে গেলেও বাকি জেলাগুলিতে শক্তিশালী রাজনৈতিক লড়াইয়ের জন্য প্রবলভাবে তেতে রয়েছে।


প্রবল দহনজ্বালা উপেক্ষা করে প্রার্থীরা রােজই ক্যাম্পেনিং,রােড শাে করতে করতে নাকাল অবস্থা।রাজ্যে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর গরমাগরম বক্তৃতার জবাবে মুখ্যমন্ত্রীর ধারাবাহিক অগ্নিবাণ বর্ষণ।এরই মধ্যে রাজ্যে ধেয়ে আসছে ফণী।

বৃহস্পতিবার এবং শুক্রবার ভয়ংকর ঘূর্ণিঝড় ফণী দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ-পশ্চিম বাংলার উপকূলে আছড়ে পড়বে ফণী।মৌসম ভবনের আবহবিদরা জানাচ্ছেন ফণী যদি ‘এক্সট্রিমলি সিভিয়ার সাইক্রোনিক স্টর্ম’-এ পরিণত হয়, তাহলে এর ধ্বংস ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে।বাতাসের গতিবেগ ঘন্টায় ১৮৫থেকে ২২০ কিলােমিটার পর্যন্ত হতে পারে।

প্রবল ঘূর্ণিঝড় মােকাবিলায় সতর্ক প্রশাসন।মৎস্যজীবীদের বৃহস্পতিবার বিকেলের মধ্যেই সমুদ্র ছেড়ে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে।আগামী রবিবার পর্যন্ত সমুদ্রে যেতেও বারণ করা হয়েছে।রেড অ্যালার্ট জারি করা হয়েছে উপকূল ব্রিটেনে অঞ্চলে।আগামী ৪মে পর্যন্ত পর্যটকদেরও সমুদ্রে নামতে নিষেধ  করা হয়েছে।বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড়ের জন্য নবান্নে বিপর্যয় নাগরিক মােকাবিলা দফতর সতর্কতা নিয়েছে।ইতিমধ্যেই কলকাতা পুরসভার উদ্যান, বিল্ডিং,আলাে,নিকাশি,কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে ফণী নিয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।