• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

নকল মদ তৈরির কারখানার হদিশ

আসানসোল- রবিবার রাতে মদ তৈরির কারখানার হদিশ পেল আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রের খবর পেয়ে রবিবার গভীর রাতে একটি গাড়িকে থামানোর চেষ্টা করে পুলিশ। পুলিশ দেখে গাড়িটি পালানোর চেষ্টা করে। ধাওয়া করে নিয়ামতপুর নিউরোড মোড়ে পুলিশ গাড়িটি আটকায়। গাড়ি থেকে বেশ কিছু মদের বোতল উদ্ধার করে পুলিশ। জেরায় ধৃতরা স্বীকার করে যে,

নকল মদ তৈরির কারখানার হদিশ

আসানসোল- রবিবার রাতে মদ তৈরির কারখানার হদিশ পেল আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রের খবর পেয়ে রবিবার গভীর রাতে একটি গাড়িকে থামানোর চেষ্টা করে পুলিশ।

পুলিশ দেখে গাড়িটি পালানোর চেষ্টা করে। ধাওয়া করে নিয়ামতপুর নিউরোড মোড়ে পুলিশ গাড়িটি আটকায়। গাড়ি থেকে বেশ কিছু মদের বোতল উদ্ধার করে পুলিশ।

জেরায় ধৃতরা স্বীকার করে যে, কুলটি ও ঝাড়খন্ডের বিভিন্ন দোকানে এই মদ সরবরাহ করা হত। তারাই তৈরি করা বলে জেরায় স্বীকার করেছে।

পুলিশ ধৃতিদের নিয়ে চিনাগুড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়িতে নকল মদ তৈরির কারখানার হদিশ পায়। সেই বাড়ি থেকে প্রচুর পরিমাণে নকল দেশি ও বিদেশি মদ তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে।

ধৃতদের নাম বিজয় কুমার যাদব এবং বীরেন্দ্র নোনিয়া ওরফে কারু। তারা চিনাকুড়ির বাসিন্দা। আটক গাড়িতে স্কুলভ্যানের স্টিকার রয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা খতিয়র দেখছে পুলিশ।