• facebook
  • twitter
Friday, 11 April, 2025

রিল বানাতে গিয়ে বিবাহ বহির্ভুত সম্পর্ক, স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী

প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে চেয়েছিলেন। সেই নিয়েই স্বামীর সঙ্গে নিত্য অশান্তি লেগেই থাকত।ক্ষোভে কুড়ুলের কোপ স্ত্রীকে।

প্রতীকী চিত্র

রিল বানাতে গিয়ে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন স্ত্রী। প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে চেয়েছিলেন। সেই নিয়েই স্বামীর সঙ্গে নিত্য অশান্তি লেগেই থাকত। অবশেষে ক্ষোভে কুড়ুলের কোপে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকার কোলা গ্রামের ঘটনা। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে রান্না করছিলেন অর্পিতা বিশ্বাস নামে ওই গৃহবধূ। হঠাৎ তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই মহিলা। সেখানেই কুড়ুল হাতে দাঁড়িয়ে আছেন মহিলার স্বামী প্রসেনজিৎ বিশ্বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগদা থানার পুলিশ। স্থানীয়দের বক্তব্য, নিত্য ঝামেলা হতো স্বামী-স্ত্রীর। তাই বলে কুপিয়ে খুন করে ফেলবে, তা আশাতীত।

নিহত গৃহবধূর শাশুড়ির দাবি, ছেলের বৌ রিলস বানাতেন। সেই সূত্রেই একটি সম্পর্কে জড়িয়েছিল। অর্পিতা মাঝেমধ্যেই প্রসেনজিৎকে বলতেন, তিনি অন্য কারোর সঙ্গে সংসার পাততে চান। সেই নিয়ে ঝামেলা হতো। স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী জানান, ‘স্ত্রীর অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক হয়েছিল। প্রতিবেশীরা বুঝিয়েসুঝিয়ে মিটিয়েছিলেন। কিন্তু রবিবার সকালে প্রসেনজিৎ বিশ্বাস কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করেছেন স্ত্রীকে।’

তবে শুধুই কি এই কারণে খুন, না অন্য কোনও কারণ আছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।