শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীন খড়গপুর ডিভিশনের হাওড়া জেলার অন্তর্গত শালিমার স্টেশন ঢোকার আগে নলপুরের কাছে ডাউন সেকেন্দ্রাবাদ শালিমার সাপ্তাহিক এক্সপ্রেসের ৩ টি কামরা লাইনচ্যুত হয়। তিনটি কামরার মধ্যে একটি পার্সেল ভ্যান হলেও দুটি কামরাতে যাত্রীরা ছিলেন। ধীরগতিতে ট্রেনটি থাকার ফলে সেভাবে কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে যাওয়ার ফলে বেশ কিছু ট্রেন আটকে পড়ে।
দুর্ঘটনার ফলে দক্ষিণপূর্ব শাখায় রেল চলাচল বিঘ্নিত হয়। দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে বেশ কিছু ট্রেন বাতিলও করা হয়েছে, আবার অনেক ট্রেনের সময়সূচির ও পরিবর্তন করা হয়েছে। যার ফলে সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা। মেদিনীপুর খড়গপুর ডিভিশনেরও অনেক ট্রেন বাতিল হওয়ায় ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। মেদিনীপুরও খড়গপুর স্টেশনে যাত্রীদের ভিড় লক্ষ্য করা যায়।
রেল সূত্রে খবর দুই যাত্রীবাহী কামরা লাইনচ্যুতে হলেও কোন যাত্রী হতাহত হয়নি, ফলে অনেকটাই স্বস্তি। তবে ট্রেনের গতি বেশি থাকলে বড়সড় দুর্ঘটনা হতে পারতো! খুব দ্রুত ট্রেনটিকে ট্র্যাকিংয়ে এনে, দক্ষিণ-পূর্ব শাখায় রেল চলাচল স্বাভাবিক করা হবে বলে জানান রেলওয়ে আধিকারিক।