• facebook
  • twitter
Thursday, 12 December, 2024

আবাস যোজনার তালিকায় নাম নেই, কারসাজির সন্দেহে কাকাকে খুন ভাইপোর

ঘটনার পর থেকে মূল অভিযুক্ত পলাতক।

প্রতীকী ছবি

উলুবেড়িয়ায় আবাসের ঘর নিয়ে মর্মান্তিক ঘটনা। গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের স্বামীর কারসাজিতেই আবাস যোজনার তালিকায় নাম বাদ গিয়েছে। এই সন্দেহে পঞ্চায়েত সদস্য রানুবালা পণ্ডিতের স্বামী সমীরণ পণ্ডিতকে (৫৪) কুপিয়ে খুনের অভিযোগ উঠল মৃতের খুড়তুতো ভাইপো বিকাশ পণ্ডিত ও তার সঙ্গীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া থানার তপনা গ্রাম পঞ্চায়েতের বিশ্বেশ্বরপুর গ্রামে। ঘটনার পর থেকে মূল অভিযুক্ত পলাতক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বাগান্ডায় সমীরণ পণ্ডিতের ৩ বছরের নাতির জন্মদিন ছিল। বিকেলে জন্মদিন বাড়ি থেকে ফিরে জরির কাজ আনতে গিয়েছিলেন সমীরণ। অভিযোগ, ফেরার পথে বাড়ি থেকে ৫০ মিটার দূরে বিকাশ পণ্ডিত ও তার সঙ্গীরা সমীরণকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা পালায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। রেফার করা হয় কলকাতায়। রাস্তায় তাঁর মৃত্যু হয়। ঘটনার জেরে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায়। পুলিশ পিকেট বসানো হয়েছে। দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন স্থানীয়রা।
কেন এই খুন? তদন্তে পুলিশের প্রাথমিক অনুমান, সম্প্রতি প্রশাসনের তরফে আবাসের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় বিকাশের নাম আসেনি। এর পিছনে সমীরণের হাত রয়েছে বলে অনুমান করেন তিনি। অভিযোগ, সেই আক্রোশে বিকাশ ও তাঁর দলবল ধারালো অস্ত্র নিয়ে সমীরণের উপর হামলা চালায়। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।