আজ, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১৫তম মৃত্যুবার্ষিকীতে নিউটাউনে উদ্বোধন করা হবে জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে জানানো হয়েছে যে, মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না।
জ্যোতি বসু গবেষণা কেন্দ্রে একটি গ্যালারি তৈরি হবে বলে জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ওই গ্যালারিতে শুধু জ্যোতি বসুই নন, তাঁর সঙ্গে সম্পর্কিত অন্যান্য ব্যক্তিত্বও জায়গা পাবেন। সেই সূত্রেই প্রশ্ন উঠেছিল বসু গবেষণা কেন্দ্রের গ্যালারিতে কি মমতা জায়গা পাবেন? কারণ জ্যোতি বসুর মুখ্যমন্ত্রীত্বের সময় বিরোধী নেত্রী হিসেবে মমতাই ছিলেন দীর্ঘদিন।
এছাড়া বিভিন্ন সময় সল্টলেকে জ্যোতি বসুর বাড়ি ইন্দিরা ভবনে গিয়েছেন মমতা। গ্যালারিতে মমতার জায়গা থাকবে কি না তার উত্তর জানা না গেলেও বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিলেন বিমান বসু। জ্যোতি বসুর প্রতি মমতার শ্রদ্ধাবোধের কথা মাথায় রেখেই সম্ভবত তাঁর প্রতি এই আমন্ত্রণ। কিন্তু তিনি আসতে পারছেন না।
প্রসঙ্গত আজ গবেষণা কেন্দ্রের উদ্বোধন করবেন সিপিএম পলিট ব্যুরোর সমন্বয়ক প্রকাশ কারাট। থাকবেন গবেষণা কেন্দ্রের সভাপতি বিমান বসু, সম্পাদক রবীন দেব এবং রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।